২০১৬ সালের পর আবারও এশিয়ান মেনস অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ শনিবার (২০ আগস্ট) সকালে বাহরাইনের মানামার উদ্দেশে ঢাকা ছেড়েছে তানভীর-রিসালাতরা। অনেক দিন পর এই টুর্নামেন্টে অংশ গিয়ে লক্ষ্যও নির্ধারণ করেছে তারা। গ্রুপে থাকা ইরাক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দিচ্ছেন লড়াই করার প্রতিশ্রুতি।
এই টুর্নামেন্টে ৬ গ্রুপে ১৮টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে রয়েছে দুই শক্তিশালী প্রতিপক্ষ ইরাক ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ২২ আগস্ট ইরাক ও ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে। তাদের বিপক্ষে লড়াই করে পরের পর্বে যেতে চাইছে লাল সবুজের সেনানীরা।
দলটির অধিনায়ক তানভীর হোসেন তন্ময় ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'গ্রুপে থাকা দুটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে তাদের সঙ্গে লড়াই করতে চাই। একটি ম্যাচ জিততে পারলে পরের পর্ব নিশ্চিত হবে।'
এই টুর্নামেন্টকে সামনে রেখে দুই মাসের অনুশীলন হয়েছে। ইরানি কোচ আলীপোর মুসলেমি এর মধ্যে এক মাস অনুশীলন করিয়েছেন। তানভীর বলেছেন, 'আমরা যেভাবে অনুশীলন করেছি, তাতে করে ইতিবাচক ফল করা সম্ভব। কোচের সঙ্গে আমরাও আত্মবিশ্বাসী।'
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com