টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ৪৯টি মুঠোফোন চুরি করা যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার থেকে চুরি যাওয়া মুঠোফোনগুলো উদ্ধার করা হয়। সোমবার বগুড়ার শাহজাহানপুর থানার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে থানা পুলিশ। আটক যুবকের নাম সোহাগ হোসেন। তার বাড়ি শহরের চেলোপাড়া পকেটমারপট্টিতে।
পুলিশ জানায়, টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেয়া মুসল্লিদের পকেট থেকে কৌশলে ৪৯টি মুঠোফোন হাতিয়ে শাজাহানপুরে এসে আত্মগোপন করেন সোহাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে আটক করে এবং তাঁর জিম্মা থেকে ৪৯টি মুঠোফোন জব্দ করে। আটক তরুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com