মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সালিশ বৈঠকে বিলকিস বেগম (৩৮) নামের এক নারীকে থাপড়ানো ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত শুক্রবার মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। পরে ইউপি চেয়ারম্যান তার অনুসারী ইউপি সদস্য ও চৌকিদার নিয়ে ওই নারীকে ভুল বুঝিয়ে জোরপূর্বক অভিযোগ তুলে নেয়ার জন্য স্বাক্ষর নেন। সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগী নারী ওই ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের দুবাই প্রবাসী মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী বিলকিস বেগম বলেন, প্রতিবেশী সোহলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে চেয়ারম্যান অফিসে আমার নামে গাছকাটার মিথ্যা অভিযোগ করে। আমি চৌকিদারের মাধ্যমে নোটিশ পেয়ে চেয়ারম্যানের অফিসে যাই। তখন তিনি আমার কোনো কথা না শুনেই গাছ কাটার জন্য ক্ষতিপূরণ দিতে বলে। আমি ক্ষতিপূরণ দিতে না চাইলে থাপ্পড় দেয় এবং গালিগালাজ করে।
বিজ্ঞাপন
এতে অনেক লাঞ্ছিত হয়েছি। পরে বিচার চেয়ে থানায় একটি অভিযোগ করি। অফিসার এসে সবকিছু তদন্ত করে যান। পরে চেয়ারম্যান তার অনুসারী মেম্বার ওয়ালিদ খান, মো. খলিলুর রহমান ও সালাম চৌকিদারের মাধ্যমে জোরপূর্বক আমাকে অভিযোগ তুলতে বাধ্য করে। এমনকি থানায় নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর রাখে। ইউপি সদস্য ওয়ালিদ খান বলেন, এসব মিথ্যা। তার নিজের ইচ্ছায় থানায় গিয়ে স্বাক্ষর দিয়েছে। ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান বলেন, আমি ওই সালিশ বৈঠকে ছিলাম না, এমনকি ওই মহিলার সঙ্গে কোনোরকম দেখাও হয়নি। মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মিটিংয়ে আছি এ বিষয়ে পরে কথা বলবো।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com