আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার হাতে বন্দি থাকা ৪০ ইউক্রেনীয় যুদ্ধবন্দি ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, দনেতস্কের একটি কারাগারে ওই ইউক্রেনীয় বন্দিদের আটক রাখা হয়েছিল। কিন্তু ইউক্রেন ওই কারাগারে হামলা চালালে তাদের মধ্যে ৪০ জন নিহত হন।
খবরে জানানো হয়, ওই হামলায় আরও ৭৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওলেনিকভকা কারাগারে ওই ইউক্রেনীয় বন্দিদের আটক রাখা হয়েছিল। তবে ইউক্রেনের ছোড়া একটি রকেট ওই কারাগারে বিস্ফোরিত হলে তারা হতাহত হন। যদিও ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি অস্বীকার করে উল্টো রকেট হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। তাদের দাবি, মস্কো নিজেদের হত্যাকে ঢাকার চেষ্টা করছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, দখলদার রাশিয়ানরা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করার চেষ্টা করছে। তারা সেখানে তাদের নির্যাতন এবং গুলির প্রমাণ ধ্বংস করতে চাইছে।
তিনি রাশিয়ার বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা ছড়ানোর অভিযোগও তোলেন। রুশ টেলিভিশনে ধ্বংস হওয়া ওই কারাগারের ফুটেজ প্রচারিত হয়। রুশ সমর্থিত বিদ্রোহী দলের এক মুখপাত্র দানিল বেজসোনভ জানান, ইউক্রেনের ছোঁড়া ওই রকেট সরাসরি কারাগারের বন্দিদের রাখা ভবনে আছড়ে পড়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স কামান থেকে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় ৮ কারা কর্মকর্তাও আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com