অনলাইন ডেস্ক :
স্কুল এবং জনবসতিপূর্ণ স্থানে সেনা ঘাঁটি তৈরি করে ইউক্রেনের সেনারা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করছে এবং বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকিতে ফেলছে।
এমন অভিযোগ করে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তবে ইউক্রেনের এ কৌশলের কারণে ‘নির্বিচারে রাশিয়া যে হামলা’ চালিয়েছে সেটিকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না বলেও নিজেদের রিপোর্টে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের সেনারা খারকিভ এবং দোনবাসের মাইকোলাইভ অঞ্চলের ১৯টি গ্রাম ও শহরের বেসামরিক লোকদের বিপদে ফেলে দিয়েছিল সেখানে ঘাঁটি স্থাপন করে।
ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে করা এ রিপোর্টের ব্যাপারে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল বলেছেন, আমরা বেশ কয়েকটি ঘটনা লিপিবদ্ধ করেছি যেখানে ইউক্রেনের সেনারা বেসামরিক লোকদের জীবন ঝুঁকিতে ফেলেছিল এবং সেসব অঞ্চলে অভিযান পরিচালনা করার সময় আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।
তিনি আরও বলেছেন, আত্মরক্ষামূলক অবস্থানে থাকলেও আন্তর্জাতিক আইন মেনে চলা থেকে ইউক্রেনের সেনারা কোনো ছাড় পাবে না।
এদিকে অ্যামনেস্টি এ রিপোর্ট করার পর টুইটারে বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com