বরিশালের গৌরনদীতে ইদুর মারার ফাঁদে আটকে কবির হাওলাদার (৫৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামে বোরো খেতে ইদুর মারার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
নিহত কবির হাওলাদার ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।
নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কৃষক কবির হাওলাদার তার বাড়ির পূর্ব পাশে নিজের বোরো খেতে ইদুরের আক্রমণ ঠেকাতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না এলে তার স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে কবির হাওলাদারকে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন স্বজনরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে গৌরনদী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন জানান, নিহতের স্ত্রী ও স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে থানা থেকে অনুমতি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com