আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ২ নং ওয়ার্ডের সদস্য পদে লটারীতে আহুরুজ্জামান আলমাছ খাঁন বিজয়ী হয়েছে। সোমবার বিকেলে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে লটারীতে তিনি বিজয়ী হয়েছে। প্রিজাইডিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন এ ফলাফল নিশ্চিত করেছেন।
জানাগেছে, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলা থেকে সদস্য পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, মোঃ আবুল বাশার নয়ন মৃধা, মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন। শান্তিপুর্ণভাবে ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর মধ্যে আহুরুজ্জামান আলমাছ খান ৪৫, মোঃ আবুল বাশার নয়ন মৃধা ৪৫ এবং অ্যাড. আরিফ-উল – হাসান আরিফ ১২ ভোট পেয়েছেন । দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিপাকে পড়ে প্রিজাইডিং অফিসার। সোমবার বিকেলে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে লটারী হয়। ওই লটারীতে আহুরুজ্জামান আলমাছ খান বিজয়ী হয়েছেন।
তবে আবুল বাশার নয়ন মৃধা এক প্রেস বিফিং এ বলেছে তিনি
নির্বাচনের ফলাফলের নিয়ম মানা হয়নি বলে দাবী করেছেন।
তিনি আরও বলেন ভোট ড্র এর সময় তাকে জেলা প্রশাসক দপ্তর থেকে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com