ফেনী প্রতিনিধি
ফেনীর আলোচিত সোনাগাজীর ইসলামিয়া দাখিল মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবি করেছেন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার ও তাদের স্বজনরা।
রোববার সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও দুপুরে মানববন্ধন করেছেন তারা।
মানববন্ধনে তারা দাবি করেন, নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ একটি মহল ঘটনাটিকে হত্যার নাটক সাজিয়ে ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাঁসিয়েছে। তাই মামলার আসামিদের বিরুদ্ধে ফাঁসির রায় বাতিল করে ঘটনা পুনঃতদন্তের দাবি তোলেন।
অন্যদিকে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নুসরাতের পরিবার অভিযোগ করেন, নুসরাতের হত্যা ভিন্নভাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ।
নুসরাতের পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে তাদের জড়িয়ে হয়রানি ও গুজব ছড়াচ্ছে একটি পক্ষ। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সব তথ্যপ্রমাণ সহকারে আদালত মামলার রায় ঘোষণা করেন। এই রায়কে তারা প্রশ্নবিদ্ধ করছে। তাই এ নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসা থেকে নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান। ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী থানায় মামলা করলেও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনায় একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com