আমি দেখেছি নিজেকে ধ্বংস হতে বার বার,
ধ্বংসস্তূপের মধ্যে শুনেছি আমার আর্তচিৎকার।।
আমি আমাকে হাজার বার দেখেছি যেতে ক্ষয়ে,
কখনওবা আগ্নেয়গিরির মতো লাভা হয়ে বয়ে।।
আমি দেখেছি ভঙ্গ হতে আমার প্রজ্জ্বলিত অহংকার,
কান পেতে শুনেছি বন্ধু স্বজনদের শত ধিক্কার।।
আমি বিলুপ্ত হতে দেখেছি আমার সকল স্বপ্নের,
দেখেছি আত্মহুতি দিতে আমার ব্যাক্তি সম্মানের।।
প্রতিনিয়ত খন্ডিত হতে দেখেছি আমার অধীকার,
কেউ দেখতে পায়নি আমার ভেতরের হাহাকার।।
আমি দেখেছি কেমন করে হলো আমার চরম সর্বনাশ,
প্রতিদিনই একটু একটু করে হয়েছে আমার বিনাশ।।দিনের পর দিন সহ্য করেছি আমি অন্যায় অত্যাচার,
চাপা কষ্টে বুক ফাটিয়েছি তবু করিনি চিৎকার।।
আমি প্রতি মূহুর্তে হতে দেখেছি নিজেকে অপমানিত,
দেখেছি সকলে আঙ্গুল তুলে দিয়েছে অপবাদ যতো।।
ক্ষনে ক্ষনে এই আমাকে হতে হয়েছে লাঞ্ছিতা,
বিলুপ্ত আর বিধ্বংস হয়েছে আমার সকল আশা।।
আর আজ??
আজ আর নেই কিছু হারাবার,
আজ আমি করতে শিখেছি প্রতিরোধ আর প্রতিকার।।
আজ আমি মেনে নেইনা কোন অত্যাচার,
সাবধান করি দিয়ে চির দুর্দমনীয় হুংকার।।
আজ আমি উদাহরণ এক শুদ্ধ মানবীর,
যে চলে দুর্বার গতিতে, নই অভিশাপ পৃথ্বীর।।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com