মারুফ সরকার,ঢাকা: রাজধানীর বনশ্রী’তে,বনার্ঢ্য আয়োজনে বাংলাদেশের সফল নারীদের নিয়ে সংগঠিত বর্তমান সময়ের জনপ্রিয় সংগঠন আমরা নারী আমরা উদ্দ্যোক্তা (WWWE) সংগঠনটির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সংগঠনটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রাহিমা আক্তার সুইটি,আরো উপস্থিত ছিলেন,ফারজানা ইয়াসমিন বিপ্লবী কাউন্সিলর সংরক্ষিত আসন (ওয়ার্ড নাম্বার ২,৩,৪ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ,নাসিমা আক্তার নিশা,প্রতিষ্ঠাতা উইমেন এন্ড ই-কমার্স ফোরামের (উই)মুহাদ্দিসুল ইসলাম প্রবাল,ম্যানেজার -পদ্মা ব্যাংক লিমিটেড,স্বাস্থ্যবন্ধু ডাঃ আনোয়ার ফরাজী ইমন,চেয়ারম্যান ফরাজী হাসপাতাল লিমিটেড,ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার,আনিসুর রহমান আনিস কাউন্সিলর ২ নম্বর ওয়ার্ড,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ আমরা নারী আমরা উদ্দ্যোক্তা সংগঠনের সকল নারী সংগঠকবৃন্দ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমরা নারী আমরা উদ্দ্যোক্তা প্রধান কার্যালয় উদ্ধোধনে রাহিমা আক্তার সুইটির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,আজ আমি খুবই আনন্দিত যে আমাদের সংগঠনটির একটি স্থায়ী অফিস হয়েছে,যেখানে বসে আমরা আমাদের সকল নারী সদস্যবৃন্দের সুযোগ সুবিধাসহ নানান রকম সমস্যার সমাধান দিতে পারবো। আমাদের কাজের ও গতি বাড়বে বলে আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com