মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে বন্যা দুর্গত ৪’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জানাগেছে, ঘুর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানি বৃদ্ধির প্রভাবে আমতলী পৌর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হলে নিম্ন আয়ের লোকজন ক্ষতিগ্রস্হ হয়। আমতলী পৌরসভার উদ্যোগে শনিবার দুপুরে বন্যা দূর্গত ৪’শ ৫০ পরিবারর মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ,হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,প্রশাসনিক কর্মকতা মোঃ মামুনুর রশিদ, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, কাউন্সিল মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ, নারী কাউন্সিলর মোসাঃ ফরিদা ইয়াসমিন ও মাসুদা আক্তার প্রমুখ।
বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরনকালে আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন,বন্যা দূর্গত ৪’শ ৫০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। পৌর শহরের কোন পরিবার অভুক্ত থাকবে না।পর্যায়ক্রমে আরো ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com