মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে তিন বছরের শিশু পুত্র ইয়াসিন পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে।
নিহতের স্বজন সূত্রে জানাগেছে, আজ (সোমবার) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের মোঃ শাহজালাল মিয়ার শিশুপুত্র ইয়াসিন পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে কোথাও খুজে না পেয়ে পুকুরে খুজতে থাকে। ঘন্টা দুয়েক চেষ্টার পরে ওই পুকুর থেকে শিশু ইয়াসিনকে অজ্ঞান অবস্থায় উদার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
আমতলী হাসপাতালের চিকিৎসক ডাঃ সাঈদী সোহাগ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।
নিহত শিশুর পিতা মোঃ শাহজালাল মিয়া কান্নাকণ্ঠে বলেন, সকালে আমার বাবাটা সকলের অজান্তে বাড়ীর পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com