মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী উপজেলায় আজ থেকে কঠোর লকডাউন কার্যক্রম শুরু।
করোনা ভাইরাস বিস্তার রোধে আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন চাওড়া, গুলিশাখালী,আঠারগাছিয়া, কুকুয়া, হলদিয়া, আমতলী, আরপাঙ্গাসিয়া সহ পৌরসভায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন।উপজেলা প্রশাসন পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে। আমতলী উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয় এ লকডাউন।জেলা ও উপজেলায় কোথাও কোথাও সীমিত পরিসরে দোকান-পাট খোলা থাকলেও প্রশাসনের উপস্থিতি দেখে সেগুলো বন্ধ হয়ে যায়।
অপরদিকে আমতলী শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা। নেই মানুষের উপস্থিতি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,সামাজিক দূরত্ব বজায় রাখতে বার বার নির্দেশনা দেয়া হচ্ছে, এর পরেও কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে সমস্যা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com