বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহকাম উল্লাহ। কাউন্সিলে জাতীয় নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সাধারন সম্পাদক সংস্কৃতিজন মুজাহিদুল ইসলাম প্রিন্স।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মুজাহিদুল ইসলাম প্রিন্সকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালীর অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন সুন্দমের সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম,পটুয়া খেলাঘর আসরের সভাপতি প্রফেসর একেএম শহিদুল ইসলাম,পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত,বঙ্গবন্ধু শিশু কিশোল মেলা পটুয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট উজ্জল বোসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে সভাপতিমন্ডলীর অন্যান্য সদস্যরা হচ্ছেন- ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, গোলাম সালোয়ার, ড. শাহাদাত হোসেন নিপু, সোহরাব হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, ইকবাল খোরশেদ জাফর, রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপপু, নাজমুল হাসান পাখি (কুমিল্লা), আবু সুফিয়ান চৌধুরী কুশল (ফরিদপুর), মোকাদ্দেম বাবুল (সিলেট), আলম আরা জুঁই (খুলনা), মোহাম্মদ কামাল (রাজশাহী), কান্তি কানিজা (ময়মনসিংহ) ও সমরজিৎ দাস টুটুল (চট্টগ্রাম)। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসানউল্লাহ তমাল (ঢাকা), জয়দেব সাহা (ময়মনসিংহ), শাহাদাত হোসেন লিটন (ফরিদপুর), এমদাদ হোসেন কিশোর (কুমিল্লা), দেবাশীষ রুদ্র (চট্টগ্রাম), শরিফ আহমেদ বিল্টু (রাজশাহী), খান মাজহারুল হক লিপু (খুলনা) ও মনির হোসেন (সিলেট)।
অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক শহীদুল ইসলাম নাজু, প্রশিক্ষণ সম্পাদক অলোক বসু, প্রচার সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ, প্রকাশনা সম্পাদক জি এম মোর্শেদ, দপ্তর সম্পাদক শিরিন ইসলাম এবং তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান সজল।
নির্বাহী সদস্যরা হলেন- অনন্যা লাবনী পুতুল, ফখরুল ইসলাম তারা, প্রশান্ত অধিকারী, সুবর্ণা আরফিন, মাশরুক রহমান টিটু, সিদ্দিকুর রহমান পারভেজ, আমিরুল বাশার বাবু, জিয়াউল ইসলাম কাজল, জালালউদ্দিন হীরা, আহমেদ শিপলু, সামসুজ্জামান বাবু, মাহবুবুর রহমান মাহফুজ, অনন্যা সাহা, পুনম চিনু, তাসকিয়াতুন নূর তানিয়া, হাসান জাহাঙ্গীর, মশরুর হোসেন, সেলিম রেজা সাগর, সুকান্ত গুপ্ত, সাইমুম আঞ্জুম ইভান, রফিকুদ্দৌলা রাব্বী, শরীফ মজুমদার, আবদুল বারী, মো. জাহিদুল ইসলাম, ইমরান সাগর, মেরুনা বানু মুন, ম ম জুয়েল, আরিফ কাদরী, গোলাম মোস্তফা, এটিএম মাকসুদুল হক ইমু, আল আমিন, সুলতান মাহমুদ শ্রাবণ, সালমানুল মেহেদী মুকুট, উম্মে কুলসুম পলি, শামীমা রত্না, শামস-উল আলম মিঠু, মুজাহিদুল ইসলাম প্রিন্স ও মশিউর রহমান পিংকু।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এস এম মহসীন, নিরঞ্জন অধিকারী, কাজী মদিনা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা, ডালিয়া আহমেদ, মীর বরকত, হাসান আরিফ, কেয়া চৌধুরী ও লায়লা আফরোজ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com