নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবার বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার থেকে চলতি মাসে চতুর্থবারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ছে। এবার ভরিতে বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা।
সোমবার রাত সোয়া নয়টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। সর্বশেষ ১৯ আগস্ট সোনার দাম বেড়েছিল।
নতুন দাম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা। সোমবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৫৬ হাজার ৮৬২ টাকা। একইভাবে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও বাড়বে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com