বিসমিল্লাহির রাহমানির রাহীম
আদর্শ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণের মূলনীতি. ব্যক্তি থেকে তৈরি হয় পরিবার,পরিবার থেকে সমাজ, সমাজ থেকে তৈরি হয় রাষ্ট্র। সুতরাং আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি সমূহের আলোচনা করতে গেলে প্রথমেই আসে ব্যাক্তির প্রসঙ্গ। যেমন একটি আদর্শ বিল্ডিং তৈরির কথাই বলি, এর প্রথম কাজ হলো একটি আদর্শ স্থান নির্বাচন করা, তারপর দরকার হয় অর্থ সংস্থানের। এরপর দরকার সুন্দর একটি নকশা প্রণয়নের। নকশা তৈরির শেষে আসে ইট, বালু, সিমেন্ট,রড ও অন্যান্য উপকরণের। তেমনিভাবে একটি আদর্শ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে প্রথমেই দরকার একদল আদর্শ জনশক্তির। আর এই জনশক্তি বাছাইয়ে ক্ষেত্রে প্রথম ও প্রধান কাজ হচ্ছে চরিত্রবান ও মেধাবীদের অগ্রাধিকার দেয়া। দ্বিতীয় কাজ হচ্ছে সবার মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক প্রতিষ্ঠা করা। আর এই কাজগুলো পরিপূর্ণ করতে আপনাকে সর্বাগ্রে হতে হবে বিনয়ী, মিষ্টভাষী,ও পরিশ্রমী। এ সকল গুণাবলীর সমন্বয়ে কতিপয় ব্যাক্তির অক্লান্ত পরিশ্রমের দ্বারাই একটি আদর্শ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব।
লেখক, Md.Khalilur Rahman
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com