নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন(তালতা)গ্রামের মৃত.হারুন সরদারের ছেলে সেন্টু সরদারকে নিজ বাড়ি থেকে ১কেজি ৬শত গ্রাম গাঁজাসহ শনিবার রাতে এসআই সুশান্ত কুমার গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৯(১৮-৭-২০২০)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেন্টু সরদারকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার সাংবাদিকদের জানান, গাঁজা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সেন্টু সরদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দায়েরের পর বরিশাল প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com