নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে অপরাজেয় উন্নয়ন সংস্থা'র উদ্যেগে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্রাবাজ গ্রামে অউস'র উদ্যেগে হাত ধোঁয়া ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশে কোভিড-১৯-এর শুরুতেই অপরাজেয় উন্নয়ন সংস্থা'র কর্মসূচির সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরে থাকা, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বাজারে ডিএসবি,ছয়গ্রাম,মাহিলারা বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে হাত ধোঁয়ার ব্যাবস্তা ও মাস্ক ও বিভিন্ন ভাবে ত্রান সামগ্রী বিতরণ করে মানুষের পাশে দাঁড়ায়।এ জন্য হ্যান্ড স্যানিটাইজার, সাবান-পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর গুরুত্ব দেয়া, মানসিক সহায়তা ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম করছে অপরাজেয় উন্নয়ন সংস্থা (অউস)।উক্ত সভায় পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয় উন্নয়ন সংস্থা'র (অউস) নির্বাহী পরিচালক সরদার মিজানুর রহমান (অপু)।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com