আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি দুস্থ মানবতার হাসপাতালের চিকিৎসকের সহকারী এক সেবিকাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে মালিকের আত্মীয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে দুস্থ মানবতার হাসপাতালের চিকিৎসক মেহেনাজ ফারিন সাদমার সহকারীকে সম্প্রতি শ্লীলতাহানি করেন মালিক জুবায়ের হোসেনের মামাতো ভাই মার্কেটিং বিভাগে কর্মরত সোহাগ ফকির। এ ঘটনায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। পরে কর্তৃপক্ষ সোহাগকে চাকরিচ্যুত করে।
ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে সেবিকার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে হাসপাতাল চত্বরে কিলঘুসি ও লাথি মারেন সোহাগ। এতে সেবিকা আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেন। পরে দুপুরে থানার এসআই মিজানুর রহমান মিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।
অভিযুক্ত সোহাগ ফকির বলেন, 'আমি হাসপাতালে যেতেই পারি, এটি আমার ফুফাতো ভাইয়ের প্রতিষ্ঠান। আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা জানতে চাইলে বলব, মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তাকে মারধর করিনি। এটি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।' তবে ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু বলেন, তদন্ত করে সোহাগ ফকিরকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com