আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে ইসলাম সংক্রান্ত বিষয়গুলো সিলেবাস থেকে ঝেড়ে ফেলা হয়েছে। এমন সব বিষয় পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এদেশের মানুষের বোধ-বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক বিভিন্ন বিষয়গুলো পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সচেতন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা প্রতিরোধ করবে।’
চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারাদেশে আদর্শিক ছাত্র রাজনীতির চর্চা করছে। শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে ছাত্র আন্দোলনের কার্যক্রম প্রশংসনীয়। দেশব্যাপী পরিশুদ্ধ নেতৃত্ব গড়তে শিক্ষার্থীদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সঙ্গে যুক্ত হয়ে আদর্শ জীবন গঠনের আহ্বান জানাচ্ছি।’
ছাত্র গণজমায়েতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্র আন্দোলনের সহসভাপতি নুরুল বশর আজিজী, সাধারণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম রিয়াদ।
ছাত্র গণজমায়েতে অন্যরা বলেন, ভুলে ভরা পাঠ্য বই রচনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিনা তা খুঁজে বের করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। এসব পাঠ্য বই বাতিল করে শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামদের সমন্বয়ে নতুন পাঠ্য বই ছাপাতে হবে।
শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পরিচালনায় আখেরি মোনাজাত হবে। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চরমোনাই দরবার শরীফের তিন দিনের বার্ষিক মাহফিল।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com