অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের আগে দেন- দরবার হয়েছিল মিয়ানমারের তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সু চি ও জান্তা বাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের মধ্যে। সে সময় অভ্যুত্থান রুখতে জান্তা প্রধানকে দুটি প্রস্তাব দিয়েছিলেন সু চি।
অভ্যুত্থান এড়াতে জান্তা প্রধানকে যে প্রস্তাব দিয়েছিলেন সু চি
সু চির ঘনিষ্ঠ সহযোগী উ কিয়াও হিতে ও মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২১ সালের ১ জানুয়ারি অভ্যুত্থানের আগে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের আগে সু চি এবং মিন অং হ্লাইংয়ের মধ্যে রুদ্ধদার বৈঠক হয়। সে সময় মিন অং হ্লাইং সু চির কাছে দেশটির প্রেসিডেন্ট পদ দাবি করেন।
উ কিয়াও হিতে ও আরও জানিয়েছেন, মিন অং হ্লাইংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সু চি। সেইসঙ্গে তিনি নিজের পক্ষ থেকে বিকল্প হিসেবে দুটি প্রস্তাব দেন। একটি হলো, দেশটির ভাইস প্রেসিডেন্ট হওয়া এবং অপরটি সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মিয়ানমারের মিলিটারি কমিশনের চেয়ারম্যান হওয়া। তবে মিন অং হ্লাইং এতে সন্তুষ্ট ছিলেন না এবং শেষ পর্যন্ত তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেন।
অবশ্য মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে জান্তা বাহিনী ক্ষমতা দখল করে নিলেও পুরো দেশের ওপর এখনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। বিশেষ করে দেশটির জাতীয় ঐক্যের সরকার পরিচালিত পিপলস ডিফেন্সে ফোর্স বা পিডিএফ দাবি করেছে, দেশের বড় একটি অংশের ওপর তাদের দখল রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com