সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌড়াঙ্গ নদীতে যৌথ অভিযান চালিয়ে ১০কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ১হাজার মিটার অবৈধ কারেন্টজাল। গতকাল শুক্রবার উপজেলা মৎস অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দশমিনা উপজেলা মৎস্য অফিসার মো. মাহাবুব আলম তালুকদার ঝান্টা জানান, অভিযানে জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়েছে আর জব্দ কৃত অবৈধ কারেন্টজাল উপজেলার হাজীরহাট এলাকায় নদী তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হাজীরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার, এসআই সাইফুল ইসলাম অভিযানকালে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com