বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিকবিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের ছয় দিনেও পুলিশ উদ্ধার করতে না পারায় ছাত্রীর বাবা মা পাগল প্রায়।
ঘটনাটি বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীর বেলায় ঘটে। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর মা সুমারানী দাস বাদী হয়ে বিমান বন্দর থানায় অপহরন মামলা দায়ের করেন।
ছাত্রীর মা সুমা জানান, গত ৮ মে প্রতিদিনের ন্যায় সকাল ৯:৩০ মি: সময় তার কন্যা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার সময় অতিবাহিত হলে তার (ছাত্রীর) বাবা মা খোঁজা খুজি শুরু করে দেয় কন্যাকে।
তাকে খোঁজা খুজি করে কোথাও না পেয়ে বিশ্বস্ত সুত্রে জানতে পায় বিমান বন্দর থানার পাংশা গ্রামের মিজানুর রহমানের সহয়তায় তার পুত্র নাফিজুর রহমান ১৯ স্কুলে যাওয়ার পথে মটর সাইকেল যোগে তার কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক তাকে তুলে নিয়েছেন বলে মামলা ও পরিবার সুত্রে জানাগেছে।
তিনি (ছাত্রীর মা) বলেন, প্রাই তার কন্যাকে স্কুলে যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ নানান ধরনের কু- প্রস্হাব সহ হুমকি দামকি দিত নাফিজ। তার প্রেমে রাজি না হওয়ার কারনে এ ঘটনা ঘটিয়েছেন বখাটে নাফিজ।
এ ব্যাপারে ৯ মে বিমান বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রী মা সুমা রানী দাস। মামলা করার ছয় দিন সময় পার হয়ে গেলেও তার কন্যাকে পুলিশ উদ্ধার করতে না পারায় বাবা মা সহ আত্বিয় স্বজন হতাশায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তারা। তাই তার কন্যাকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের সর্ব মহলে সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com