অনুষ্ঠানের অতিথি ঝালমুড়ি বিক্রেতা মোহা. জোনাব আলী, বাদাম বিক্রেতা মোহা. জালাল, ফেরিওয়ালা মোহা. জহুরুল ও বৃদ্ধা আলেয়া বেগম। ব্যতিক্রমী আয়োজনে তারা শোনালেন তাদের গল্প আর অতিথি হয়ে স্বল্পআয়ের মানুষদের মাঝে বিতরণ করলেন শীতবস্ত্র ও মশারি।
‘শীতবস্ত্র ও মশারি বিতরণ উৎসব এবং বঞ্চিতের সংলাপ’ শিরোনামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে আইডিয়া।
মঙ্গলবার দুপুরে যশোরের সামাজিক সংগঠন আইডিয়া প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিনিয়ত হতাশা ও বঞ্চনার শিকার মানুষদের সম্মানিত অতিথি করা হয়।
বক্তব্য দেন অনুষ্ঠানের অতিথি ঝালমুড়ি বিক্রেতা মোহাম্মদ জোনাব আলী, বাদাম বিক্রেতা মোহাম্মদ জালাল, ফেরিওয়ালা মোহাম্মদ জহুরুল ও বয়োজ্যেষ্ঠ গৃহিণী আলেয়া বেগম।
জোনাব আলী বলেন, আজকের আয়োজনে আমাদের যেভাবে সম্মানিত করা হলো, আগে এমন কখনো হয়নি। সাধারণ কর্মজীবী হয়ে আমরা শুধু লাইনে দাঁড়িয়ে হাত পেতে সাহায্য নিই। আর যারা দেয় তারা শুধু ছবি তোলে। আজকে আমরাই সবার হাতে মশারি কম্বল তুলে দিলাম। এমন সম্মানে চোখে পানি চলে এসেছে।
বাদাম বিক্রেতা মো. জালাল বলেন, কম্বল যেমন প্রয়োজন ছিল, মশারির অভাবে রাত জেগে থাকার অবস্থা হয়েছিল। এই দুই জিনিস একসঙ্গে পাওয়ায় খুব আনন্দ হচ্ছে। এর আগেও আইডিয়া থেকে বহু কিছু পেয়েছি। এখানে এসে কখনই নিজেদের বঞ্চিত মনে হয় না, বরং মনে হয় আমরাই অতিথি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মো. হামিদুল হক শাহীন। তিনি বলেন, এই ব্যানারে নাম থাকা আমাদের সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা আমাদের আশপাশেই বেঁচে আছে। কিন্তু কিভাবে বেঁচে আছে তাই জানতেই তাদের বঞ্চনার কথামালা নিয়ে এ আয়োজন ‘বঞ্চিতের সংলাপ'। শীতের কম্বলের পাশাপাশি ডেঙ্গি পরিস্থিতির কথা বিবেচনায় সবার জন্যে এবার রাখা হয়েছে বাহারি মশারিও। আমার আইডিয়ান, আমার শিক্ষার্থীরা যদি একটুও শিখে ফেলে- ‘এগুলোর কোনটাই ত্রাণ নয়, বরং এ ওদের অধিকার’- তবে আমার শিক্ষকতা সার্থক হবে! সার্থক হবে আজকের আয়োজন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com