—রিপন রহমান।
তুমি আমাকে কুৎসিতভাবে
প্রকম্পিত করেছো বলেই—
মনের কষ্ট এবং দুঃখের রাতকে
অধীনস্ত রাখা অসম্ভব!
আমার নীরবতায়—
তোমার সুরভিত সুর জড়ানো,
ধূমায়িত গ্রীষ্মের কম্পমান সুর!
সমুদ্রের মৃদুমন্দ হাওয়ার মতো
মন্থর আমি—
আমাকে পরিত্যক্ত করেছে
চাঁদের আলোরাও!
নিঃসঙ্গ মরুভূমির মতো—
আমি অ-প্রয়োজনীয় বালুঝড়।
আমার হৃদয়ের গভীর থেকে....
তুমি নিজেকে নিশ্চিহ্ন করে
প্রস্থান করেছো—
অন্ধকার ভুল পথের অভিমুখে।
বিষন্নতা ও যন্ত্রণার গহীনে রেখে,
তুমি চলে গেলে ফেলে—
যখন আমি একাকী ব্যথার তীরে
বিষন্ন বেদনায় ক্ষত-বিক্ষত।।
————-
রিপন রহমান,
২৩ সেপ্টেম্বর ২০১৯। ঢাকা
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com