কঙ্গনা বলেন, “যারা আমার অভিনয় বা সিনেমা সম্পর্কে ভালো কিছু বলেন না এ সিনেমার দেখার পর তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আর যারা ভালো বলেন তাদের মুখ কেউ বন্ধ করতে পারবেন না। আমি এমনটাই মনে করি।”
এ ছবির প্রধান চরিত্রে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ রূপে দেখা যাবে কঙ্গনাকে। কিছুদিন প্রকাশ হয়েছে ‘মনিকর্নিকা’র ট্রেলার। ভিডিওটি দারুণ প্রশংসা পেয়েছে। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, “এটা দলগত কাজের ফল। শুরুতেই আমার কাছে বিষয়টি কঠিন ছিল। কিন্তু আমি মনে করি অভিনেতা ও পরিচালক হিসেবে সুবিচার করতে পেরেছি।”
তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাও জানান। বলেন, “দুই ভূমিকা পালন করতে পেরে আমি খুশি। সিনেমাটির মুক্তি নিয়ে খুবই উচ্ছ্বসিত। দর্শকের সামনে উপস্থাপনের জন্য তর সইছে না।”
বাজরঙ্গি ভাইজান ও বাহুবলি সিরিজ-খ্যাত কে ভি বিজেন্দ্র প্রসাদের গল্পে নির্মিত হয়েছে ‘মনিকর্নিকা’। কঙ্গনা জানান, বিজেন্দ্র তাকে খুবই সাহায্য করেছেন। পরের সিনেমায় লেখক হিসেবে তিনি থাকছেন।
সেই ছবি নিয়ে কঙ্গনা বলেন, “এটা প্রেম কাহিনি। তবে মানুষের সঙ্গে নয়।”
আনন্দ এল রাইয়ের দুই সিনেমায় অভিনয় করেছিলেন কঙ্গনা। এ পরিচালকের নতুন সিনেমা ‘জিরো’ মুক্তি পেয়েছে সম্প্রতি। তবে কঙ্গনা জানালেন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত সিনেমাটি ব্যস্ততার কারণে এখনো দেখতে পারেননি। তবে খুব শিগগিরই দেখবেন। ‘জিরো’র জন্য শুভ কামনাও জানান।
‘মনিকর্নিকা’য় কঙ্গনার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার যিশু সেনগুপ্ত। সিনেমাটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি।
Leave a Reply