যদি ভালবাসতে
যদি ভালবাসতে…….
বিষন্ন সময়গুলো- আনন্দে মুখর হতো আরো :
যদি ভালবাসতে ……..
জীবনের একাকিত্ব ঘুচতো আমারও!
যদি ভালবাসতে……..
পৃথিবীটা ভরে যেতো সুবাসিত ফুলে আর ফুলে :
যদি ভালবাসতে …….
ভিরতো জীবন তরী, হারাতোনা অনিশ্চত অকূলে!
যদি ভালবাসতে ……..
সব কথা বলা হতো, যে কথা হয়নি আজো বলা :
যদি ভালবাসতে ……..
সেই পথে চলা হতো, যে পথে হয়নি আজো চলা!
যদি ভালবাসতে ……
সকালের তাঁজা ফুল ঝড়তোনা রোদের আঘাতে :
যদি ভালবাসতে …….
অনবদ্য কোন কাব্য রচনা হতো হাত রেখে হাতে!
যদি ভালবাসতে……..
অসমাপ্ত কবিতা যত লেখা হতো তোমাকেই নিয়ে :
যদি ভালবাসতে …….
প্রানের উচ্ছলতা এত দ্রুত যেত না ফুরিয়ে!
যদি ভালবাসতে ……..
স্বপ্নেরা বেঁচে যেতো – নীল রঙে হতো না রঙিন :
যদি ভালবাসতে …….
আমিও তো ভালবেসে- তোমাতেই হতাম বিলীন!
রাঢ়ী আল মামুন
Leave a Reply