বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বেতাগীতে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভূক্ত ঐ আসামীদের গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ। জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার মো: ফারুক হোসেন ও বেতাগী থানার ওসি মো: কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ১৩ জন আসামীকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। তারা বিশেষ কিছু মামলার ভিন্ন ভিন্ন আসামী এবং বেশ কিছুদিন ধরে পলাতক অবস্থায় ছিল। এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করে ইতোমধ্য জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply